রাজধানীর আগারগাঁওয়ে উত্তর সিটি করপোরেশন রির্টানিং অফিসারের কার্যালয় এবং গুলিস্থানে দক্ষিণ সিটি করপোরেশন রির্টানিং অফিসারের কার্যালয়ে একযোগে চলছে মেয়র, কাউন্সিলর এবং মহিলা কাউন্সিলরদের মনোনয়নপত্র যাচাই বাছাই এর কাজ।
এদিকে যাচাই বাছাই শেষে দক্ষিণে বিএনপি নেতা নাসির উদ্দীন আহমেদ পিন্টুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এদিকে উত্তরে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
এছাড়া উত্তর সিটিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক, আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল, সারাহ বেগম কবরী, জাতীয় পার্টিসমর্থিত বাহাউদ্দীন বাবুলসহ ১৯জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।