স্টাফ রিপোর্টার: ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন ও প্রার্থনার মধ্য দিয়ে আজ ঢাকা সফরের দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করেছেন সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর তিনি ঢাকার রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেন।
পরে বারিধারার কূটনৈতিক জোনের দূতাবাস সড়কে ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সেরির উদ্বোধন করেন মোদি। দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির পক্ষে স্বাধীনতা সম্মাননা গ্রহণের পর রাষ্ট্রপতির সঙ্গেই মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন তিনি। বিকেলে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতেরও কথা রয়েছে তার।
সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে জনবক্তৃতা দেবেন নরেন্দ্র মোদি। পরে রাতেই নিজ দেশের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন ভারতীয় প্রধানমন্ত্রী।