ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩ সেপ্টেম্বর


ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২৩ সেপ্টেম্বর শুক্রবার। এদিন কলা অনুষদের অধীন ‘খ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলবে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এবছর ‘খ’ ইউনিটের ২ হাজার ২৪১ আসনের বিপরীতে ৩৪ হাজার ৬০৬ জন ভর্তিচ্ছু অংশ নেবেন। পরীক্ষা অনুষ্ঠিত হবে ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৭৩টি কেন্দ্রে।

ক্যাম্পাসের বাইরের কেন্দ্রগুলো হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ঢাকা সিটি কলেজ, আজিমপুর গার্লস স্কুল অ‌্যান্ড কলেজ এবং বদরুন্নেছা মহিলা কলেজ।

ভর্তি পরীক্ষার আসন বিন‌্যাস admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

পরদিন শনিবার ১০টা থেকে ১১টা পর্যন্ত চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১০টা অনুষ্ঠিত হবে। এই ইউনিটের পরীক্ষায় ১৩৫টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু ১০ হাজার ২৪৩ জন।

অসুদাপায় ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবে জানিয়েছে বিজ্ঞপ্তি বলা হয়, পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনসহ টেলিযোগাযোগ করা যায় এমন ইলেক্ট্রনিক যন্ত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না।

Comments (0)
Add Comment