বাংলাদেশেরপত্রডেস্ক: তাইওয়ানে বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আজ বুধবার সকালে ট্রান্সএশিয়া এয়ারওয়েজের অঞজ-৭২ ফ্লাইটের বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাজধানী তাইপের একটি নদীতে বিধ্বস্ত হয়। এখন পর্যন্ত বিমানে ৫৮ জন আরোহীর ৩০ জনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকিরা বিমানের ভেতরে আছে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা। চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কিনমেন আইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে তাইপের সংশ্যান বিমান বন্দর থেকে ৫৮ জন যাত্রী ও ক্রুসহ আকাশে উড়ে ট্রান্সএশিয়া এয়ারওয়েজের অঞজ-৭২ ফ্লাইটের বিমানটি। এর কিছুক্ষণ পরই তাইপের কাছে একটি নদীতে বিধ্বস্ত হয় সেটি। এই বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন ১২ জন। তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করা হলেও এখনো অনেক আরোহীই বিধ্বস্ত বিমানটির ভেতরে আটকা পড়ে আছে বলে জানানো হয়েছে উদ্ধারকারীদের পক্ষ থেকে। তাইওয়ানীজ উদ্ধারকারী দলের সহকারী পরিচালক উজুন হং বলেন, ‘যেমনটা দেখা যাচ্ছে যে প্লেনের প্রথমভাগ এখনো নদীতে। আমরা সেনাবাহিনীর কাছে দ্রুত উদ্ধারকাজে সাহায্যের জন্য আবেদন করেছি। আমরা আশা করছি বিমানের ভেতর থেকে বেশ কয়েকজন আরোহীকে জীবিত উদ্ধার করা সম্ভব হবে।’ তাইওয়ানের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এখন পর্যন্ত ৩০ জনকে বিধ্বস্ত বিমানটি থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনও সেখানে আটকে আছেন আরও অন্তত ২৮ জন। স্থানীয় সময় সকাল দশটা ৫৫ মিনিটের দিকে বিমানটি কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। তবে বিমানটি কি কারণে বিধ্বস্ত হয়েছে তা এখনো জানা যায় নি। গেল বছর জুলাইতে তাইওয়ানে ট্রান্স এশিয়ার আরেকটি বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হন অন্তত ৪৮ জন।