তাপস বিশ্বাস এর আরেকটি কবিতা

কারিগর
তাপস বিশ্বাস

হিংসা অস্ত্র দিয়ে তুমি
করতে চাইছো ঘায়েল,
ওটাকে দিয়ে বানাবো আমি
ঝুমঝুমাঝুম পায়েল।

অহংকারের বান ছুঁড়ে
দিতে চাইছো জ্বালা,
ওটাকে আমি ভেঙেচুড়ে
বানাবো গলার মালা।

কপট দাপট দেখিয়ে তুমি
করতে চাইছো বশ,
ওটাকে বানাবো মাটির হাড়ি
রাখবো তালের রস।

চক্রান্তের জাল বুনে
পাততে চাইছো ফাঁদ,
দোলনা বানিয়ে ওটাতে শুয়ে
দেখবো রুপালি চাঁদ।

সঠিক পথে আসো সোনা
বানাও শান্তির বাড়িঘর,
নইলে কিন্তু নারাজ হবে
এই আজব কারিগর।

Comments (0)
Add Comment