তারিণের হৃদয়ে বিদ্যা বালানের নাম!


বিনোদন ডেস্ক:
আমাদের দেশের গুনী অভিনেত্রী তারিনের পছন্দের অভিনেত্রীদের তালিকায় আছে বিদ্যা বালানের নাম। একবার ভাবুন তো প্রিয় অভিনেত্রীর সঙ্গে তার আকস্মিকভাবে দেখা হলে কেমন লাগবে। এমনটিই ঘটেছে তারিনের সঙ্গে। হঠাৎ করেই তার সঙ্গে দেখা হয়ে যায় বলিউড অভিনেত্রী বিদ্যার সঙ্গে। কলকাতা বিমানবন্দরে অনেকদিন আগে তারিন বিদ্যা বালানকে দেখেন ‘কাহানি’ ছবির শ্যুটিং করতে। তারপর কি ঘটে তার মুখেই শুনি। এ প্রসঙ্গে তারিন জানান, ‘আমার খুব পছন্দের একজন অভিনেত্রী বিদ্যা বালান। তার ‘কাহানি’ ছবির শ্যুটিং এর সময় কলকাতায় গিয়েছিলাম আমি। সেখানে বিমানবন্দরে দেখা হয়ে তার সঙ্গে। আমি বিদ্যার সঙ্গে একটি ছবিও উঠায়। তবে প্রথমে বিদ্যার নিরাপত্তাকর্মীরা বাধা দিয়েছিল। পরে আমি পরিচয় দেবার পর বিদ্যা আমাকে সানন্দে ছবি উঠানোর অনুমতি দেন। তারসঙ্গে কিছুক্ষণ কথাও হয় আমার।’

Comments (0)
Add Comment