বিনোদন ডেস্ক:
ভয়ঙ্কর রূপ নিয়ে আসছেন তিশা! বস্তির মাদকসম্রাজ্ঞী তিনি। ভয়াবহ সব কর্মকান্ড করে পরিচিতি পেয়েছেন এলাকার ত্রাস হিসেবে। অপরাধ জগতের হোতা ছিলেন তার বাবাও। তবে তিশা চান প্রভাব বিস্তার করে বাবাকেও ছাড়িয়ে যেতে। বিজলী নামে এমন রূপে টিভি পর্দায় আসছেন তিনি। নাটকটির নামও ‘বিজলী’। লিখেছেন ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার। এতে আরও অভিনয় করেছেন আফরান নিশো, সাব্বির আহমেদ, জোতিকা জ্যোতি প্রমুখ। অন্যদিকে পর্দায় প্রথমবারের মতো একসঙ্গে আসছেন দিতি, ইলোরা গহর ও তানিয়া হোসাইন। পারিবারিক দ্বন্দ্ব, সংঘাত, আনন্দ, বেদনার কাহিনী নিয়ে নির্মিত ‘মায়ার খেলা’ নামের ধারাবাহিকে দেখা যাবে তাদের। লিখেছেন ও পরিচালনা করেছেন রুলীন রহমান। এতে আরও অভিনয় করেছেন শামস সুমন, জিতু আহসান, মেহরিন ইসলাম নিশা প্রমুখ। দু’টি ধারাবাহিকই দেখা যাবে আরটিভিতে। ৮ সেপ্টেম্বর থেকে সপ্তাহে তিন দিন রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে ‘বিজলী’। আর ‘মায়ার খেলা’ প্রচার হবে ১০ সেপ্টেম্বর থেকে সপ্তাহের চার দিন রাত ৯টা ৫০ মিনিটে। ‘বিজলী’ ও ‘মায়ার খেলা’র প্রচার উপলক্ষে ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলো আরটিভি। গুলশানের একটি রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে এসেছিলেন নাটক দুটির কলাকুশলীরা।