তেঁতুলিয়ায় পাঁচ দিনব্যাপি রোভার মুট শুরু

মমতাজ আলী, তেঁতুলিয়া: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পাঁচ দিনব্যাপি ২য় রোভার মুট শুরু হয়েছে। “মাদকমুক্ত প্রজন্ম গঠনে রোভারিং” এই স্লোগান নিয়ে শনিবার তেঁতুলিয়া ডিগ্রি কলেজ মাঠে এ রোভার মুটের উদ্বোধন করা হয়। এই রোভার মুটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম এনডিসি।

উদ্বোধন শেষে তিনি বলেন, সৎ যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে লেখাপড়ার পাশাপাশি স্কাউটিং এর বিকল্প নেই। বুদ্ধিদীপ্ত চেতনায় মাদকমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে স্কাউটের সুশৃঙ্খল জীবন সহায়ক ভূমিকা পালন করবে।

পঞ্চগড় জেলার ৪০টি উচ্চ মাধ্যমিক পর্যার্য়ের পাঁচ শতাধিক রোভার স্কাউট এবং আরএসএল এই রোভার মুটে অংশ নেয়।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের জনপ্রেক্ষিত কর্মকর্তা নাঈমুজ্জামান মুক্তা।

Comments (0)
Add Comment