রবিউল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: গত শনিবার দিবাগত রাত ৭ ঘটিকায় দিনাজপুর পুলিশ সুপার মোঃ রুহুল আমিন-এর পিতা আশরাফ আলী খন্দকার বার্ধক্যজনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় রেডক্রিসেন্ট হাসপাতাল ঢাকায় ইন্তেকাল করেন (ইন্না ……….রাজেউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮০ বছর। পেশাগতভাবে তিনি অধ্যক্ষ ছিলেন এবং বিভিন্ন শিক্ষা সাহিত্য প্রতিষ্ঠানের সাথে তিনি নিজেকে জড়িয়ে রাখেন । তিনি স্ত্রী, এক পুত্র, তিন কন্যা সন্তান, নাতি-নাতিনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে বিভিন্ন শিক্ষা ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়। দিনাজপুরের পুলিশ সুপার তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থী।