বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু বক্কর সিদ্দিক জানান, সকাল ১১টায় উপজেলার শাহিনপুর এলাকার মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেনের স্ত্রী মাজেদার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজন বিরামপুর থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে বিকেলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠোয়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সাকিলা পারভীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।