দুই দেশের স্বার্থ দেখলেই ব্যবসা প্রসারিত হবে: ভি কে সিং

স্টাফ রিপোর্টার:
দুই দেশের স্বার্থ দেখলেই ব্যবসা প্রসারিত হবে বলে মন্তব্য করেছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের সফররত উন্নয়ন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি কে সিং। গতকাল সকালে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বাংলাদেশ-ভারত ব্যবসা সম্মেলনে উপস্থিত হয়ে এ কথা জানান তিনি। ভারত-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (আইবিসিসিআই) প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা, ত্রিপুরার শিল্প ও বাণিজ্যমন্ত্রী তপন চক্রবর্তী, বাংলাদেশে ভারতের হাইকমিশনার পঙ্কজ সরনসহ অন্যরা। ভিকে সিং বলেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলে বাংলাদেশের বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে প্রচুর সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ওই এলাকায় জলবিদ্যুতের যে প্রচুর সম্ভাবনা রয়েছে তা থেকে বাংলাদেশ ও ভারত লাভবান হতে পারে। তবে এ ক্ষেত্রে দুই দেশের স্বার্থ দেখাটাও গুরুত্বপূর্ণ। দুই দেশের স্বার্থ দেখলেই ব্যবসা প্রসারিত হবে বলে মন্তব্য করেন তিনি। শুধু জলবিদ্যুৎ নয় ওই অঞ্চলেরর পর্যটন, কৃষিসহ বিভিন্ন খাতে বাণিজ্য উন্নয়নের সম্ভাবনা রয়েছে। অনুষ্ঠানে পঙ্কজ সরন বলেন, দুই দেশের ব্যবসায়িক উন্নয়নে এ ধরনের সম্মেলন খুবই গুরত্বপূর্ণ। তিনি জানন, বাংলাদেশে ভারতীয় বিনিয়োগ রয়েছে ২.৮ বিলিয়ন ডলারের মতো। ভারতের বিয়োগকারীরা অধিক বিনিয়োগের আশায় বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। এসময় বাংলাদেশে ভারতীয় বিনিয়োগ বৃদ্ধির জন্য বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন ভারতের এ হাইকমিশনার।

Comments (0)
Add Comment