নিজস্ব প্রতিনিধি: দূর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় প্রায় ৬৫ কি. মি. যানজটের সৃষ্টি হয়েছে। এতে চৌদ্দগ্রাম থেকে চান্দিনা পর্যন্ত মহাসড়কের উভয় পাশে কয়েক হাজার যাত্রী ও পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে। শুক্রবার ভোরে চৌদ্দগ্রামের দৌলবাড়ি ও সদর দক্ষিণের সুয়াগাজী এলাকায় পৃথক দুটি দুর্ঘটনার কারণে মহাসড়কে এ যানজট সৃষ্টি হয়।
ফেনী থেকে আসা কাভার্ডভ্যানের চালক তফাজ্জল হোসেন তফু জানান, সকাল ৭টায় ফেনী থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়ে বেলা সোয়া ১১টায় তিনি জোড়কাননে এসে পৌছেছেন। ঢাকা থেকে চট্টগ্রামগামী এস আলম পরিবহনের যাত্রী ইমরান হোসেন জানান, সকাল সোয়া ৯টায় তিনি মহাসড়কের নিমসার এলাকা থেকে ১১টায় পদুয়ার বাজার বিশ্বরোডে পৌছেছেন।
বেলা সাড়ে ১১টায় সেল ফোনে চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই নাজিম উদ্দিন জানান, মহাসড়কের ২টি স্থানে ভোরে দুর্ঘটনার ফলে যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে হাইওয়ে ও থানা পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশেরপত্র/এডি/আর