দেশে ফিরছেন সোহাগ গাজী


স্পোর্টস ডেস্ক:
ওয়েস্ট ইন্ডিজ থেকে তড়িঘড়ি দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার সোহাগ গাজীকে। বোলিং অ্যাকশন পরীক্ষার জন্য যুক্তরাজ্যে যেতে হবে তাকে। ইউকে’র ভিসা প্রেসসিং করতে যেহেতু লম্বা সময় লেগে যেতে পারে, তাই কোনো প্রকার ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গাজীকে তাই দেশে ফেরার নির্দেশ দিয়েছে বিসিবি। আগামী ২-১ দিনের মধ্যে মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ, আব্দুর রাজ্জাক ও মোহাম্মদ মিথুনের সঙ্গে দেশে ফিরছেন তিনি। উল্লেখ্য, স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সফরের ওয়ানডে সিরিজে সোহাগ গাজীর বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি করেছেন আম্পায়াররা। আইসিসির নিয়মানুযায়ী কোনো বোলারের বিপক্ষে এমন আপত্তি উঠলে তাকে ২১ দিনের মধ্যে আইসিসি স্বীকৃতি কোনো প্রতিনিধির কাছে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে। এই উদ্দেশ্যেই যুক্তরাজ্যে যেতে হচ্ছে সোহাগ গাজীকে। আগামী ১৯ সেপ্টেম্বর কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিবেন তিনি।

 

Comments (0)
Add Comment