দ্রগবা চান হ্যাজার্ডদের সাহায্য করতে


স্পোর্টস ডেস্ক:
চেলসির সবসময়ের সেরা ফুটবলার হয়ে স্ট্রাইকার ইডেন হ্যার্জাড ও দলের অন্য সতীর্থদের খেলার বিষয়ে সাহায্য করতে চান দিদিয়ের দ্রগবা। এ মৌসুমে ইংলিশ এই ক্লাবটিতে দ্বিতীয় বারের মত দীর্ঘ মেয়াদের চুক্তি করেন আইভরি কোস্টের সাবেক অধিনায়ক। দলের কোচ হোসে মরিনহো বিশ্বাস করেন, হ্যাজার্ড এই প্রজন্মের সেরা ফুটবলার। আর দ্রগবা একজন সেরা তারকাই না সে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারবে এবং দলের সবাইকে ভালো নির্দেশনা দিতে পারবে। দ্রগবা বর্তমানে দলে সবচেয়ে বড় ভূমিকা পালন করেন কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি তা মনে করি। দলটি বেশ তরুন। আমি তাদের সাহায্য করব তবে আমাকেও নিজের সেরাটা খেলতে হবে।’ দ্রগবা আরো বলেন, ‘যদিও দলের সবাই অসাধারণ খেলে, তবে আমি নিজের সেরাটা দিয়ে তাদের সাহায্য করতে চাই। আমি নিজেকে প্রস্তুত করছি ভাল খেলতে আর দলকেও ভাল কিছু দিতে।’ দ্রগবা এর আগে ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত চেলসিতে ২২৬ টি ম্যাচে ১০০ টি গোল করেছিলেন। তিনি থাকা অবস্থায় ব্ল“জরা লিগ শিরোপা, চ্যাম্পিয়ন্স লিগ সহ বেশ কয়েকটি শিরোপা জিতেছিল।

 

Comments (0)
Add Comment