ধর্মপাশা প্রতিনিধি, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বেসরকারি সংস্থা ভলেন্টারি অ্যাসোসিয়শন ফর রুরাল ডেভেলপমেন্ট (ভার্ড) এর উদ্যোগে গত কাল মঙ্গলবার দুপুরে সংস্থার ধর্মপাশা উপজেলা প্রজেক্ট অফিসের প্রাঙ্গণে উপজেলার সেলবরষ, জয়শ্রী ও ধর্মপাশা সদর ইউনিয়নের ২২০ জন শীতার্ত দুঃস্থ নারী-পুরুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও সাইফুল ইসলাম, বেসরকারি সংস্থা কনসার্ন ওয়াল্ড ওয়াইডের প্রজেক্ট কো-অর্ডিনেটর আব্দুল হান্নান, ভার্ড এর প্রজেক্ট ম্যানেজার মো. শফিকুল ইসলাম, ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক সালেহ আহমদ, এনামুল হক এনাম, চয়ন কান্তি দাস প্রমুখ।