ধর্মপাশায় শীতার্ত দুঃস্থ নারী-পুরুষের মধ্যে কম্বল বিতরণ

ধর্মপাশা প্রতিনিধি, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বেসরকারি সংস্থা ভলেন্টারি অ্যাসোসিয়শন ফর রুরাল ডেভেলপমেন্ট (ভার্ড) এর উদ্যোগে গত কাল মঙ্গলবার দুপুরে সংস্থার ধর্মপাশা উপজেলা প্রজেক্ট অফিসের প্রাঙ্গণে উপজেলার সেলবরষ, জয়শ্রী ও ধর্মপাশা সদর ইউনিয়নের ২২০ জন শীতার্ত দুঃস্থ নারী-পুরুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও সাইফুল ইসলাম, বেসরকারি সংস্থা কনসার্ন ওয়াল্ড ওয়াইডের প্রজেক্ট কো-অর্ডিনেটর আব্দুল হান্নান, ভার্ড এর প্রজেক্ট ম্যানেজার মো. শফিকুল ইসলাম, ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক সালেহ আহমদ, এনামুল হক এনাম, চয়ন কান্তি দাস প্রমুখ।

Comments (0)
Add Comment