ধামইরহাটে আইন-শৃঙ্খলার উপর মতবিনিময় সভা

ধামইরহাট প্রতিনিধি, নওগাঁ:
ধামইরহাটে গত ১৯ মার্চ বিকেলে উমার ইউনিয়ন পরিষদের আয়োজনে স্থানীয় ইউপি চেয়ারম্যান হেলাল হোসেনের সভাপতিত্বে উপজেলার বেলঘরিয়া ফুটবল মাঠে আইন-শৃঙ্খলার উপর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ শহিদুজ্জামান সরকার (বাবলু)। বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মঈন উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার হোসেন আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মির্জা আব্দুস ছালাম, ১৪ বিজিবির সি কোম্পানি কমান্ডার সুবেদার সামসুজ্জাহিরসহ এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও জনসাধারণ উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় সীমান্তে মাদকদ্রব্য চোরাচালান, নারী-শিশু নির্যাতন ও পাচার, বাল্যবিয়ে, যৌতুক প্রতিরোধসহ নানা বিষয়ের উপর আলোকপাত করা হয়। তারা আরো বলেন, মাদক পাচারকারী ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের রুখে দিতে তাদের চিহ্নিত করে সাধারণ জনগণের সহায়তা কামনা করেন।

Comments (0)
Add Comment