নওগাঁ : নওগাঁর রানীনগরে বৃহষ্পতিবার এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার কাশিমপুর ইউনিয়নের চকাদিন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জান্নাতুন নাইম (২২) ত্রিমোহনী গ্রামের দোদন হোসেনের মেয়ে। তাকে পিটিয়ে হত্যার পর মৃতদেহ ঝুলিয়ে রাখা হয়েছিল বলে পুলিশের ধারণা। ঘটনার পর থেকে নিহতের স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই পলাতক।
জানা যায়, দুই বছর আগে চকাদিন গ্রামের তালেব আলীর ছেলে স্বর্ণকার আলমগীর হোসেনের (৩০) সঙ্গে তার বিয়ে হয়। তাদের দেড় বছরের একটি ছেলে রয়েছে। বুধবার রাতের কোনো এক সময় শ্বশুরবাড়ির লোকেরা নাইমকে পিটিয়ে হত্যা করে। এরপর লাশটি ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে ছেলে হোসাইনকে একা ফেলে আলমগীরসহ বাড়ির অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ গিয়ে জান্নাতের লাশ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে খবর, আলমগীর যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। সম্প্রতি জান্নাতের বাবা আলমগীরকে দোকান করার জন্য দেড় লাখ টাকাও দেন। কিন্তু আলমগীর আরও টাকার জন্য চাপ দিচ্ছিলেন।