নওগাঁ শহরের কেন্দ্রীয় জামে মসজিদের পুকুর থেকে এক এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। নওগাঁ সদর থানার ওসি জাকিরুল ইসলাম জানান, শনিবার দুপুরে শহরের কেন্দ্রীয় জামে মসজিদের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রবিউল ইসলাম শহরের কেডি উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। তিনি সদর উপজেলার রজাকপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। রবিউলের বাবা গোলাম মোস্তফা জানান, চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা ঢাকায় অবস্থান করায় রবিউল শহরের এক বন্ধুর বাসায় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল। তিনি বলেন, “গত শুক্রবার রাত ৯টার সময় রবিউলের সঙ্গে সর্বশেষ কথা হয়। এরপর থেকে রবিউলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে শনিবার বেলা ১টার দিকে রবিউলের বন্ধুরা ফোন করে স্থানীয় একটি পুকুরে লাশ পাওয়ার বিষয়টি জানায়।” রবিউলকে কেউ পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ওই পুকুরে ফেলে রেখে গেছে বলেও অভিযোগ করেন তিনি। ওসি জাকিরুল বলেন, ঘটনার পর থেকে রবিউলের দুই বন্ধু অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কেউ তাকে হত্যা করে লাশ পুকুরে ফেলে গেল কী না তা সেটি ক্ষতিয়ে দেখা হচ্ছে।