স্থানীয়রা জানান, রাতে পিকনিকের অনুষ্ঠানে মদপান করে নওগাঁ সদর ও বদলগাছী উপজেলার মোট ৭জন অসুস্থ হন। সকালে তাদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। অন্য ৪ জনকে ভর্তি রাখা হয়।
তিনি আরও জানান, উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ৩ জনে মৃত্যু হয়।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান ওসি।