নতুন ইতিহাস গড়লেন বায়ার বেল্লারাবি


স্পোর্টস ডেস্ক:
ম্যাচ শুরুর মাত্র ৯ সেকেন্ডেই গোল করে জার্মানির শীর্ষ লিগ বুন্দেসলিগায় নতুন ইতিহাস রচনা করলেন বায়ার লেভারকুজেনের মিডফিল্ডার করিম বেল্লারাবি। শনিবার বুরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে টুর্নামেন্টের ৫১ বছরের ইতিহাসে দ্রততম গোলটি করেছেন তিনি। বেল্লারাবি এই গোলের মাধ্যমে আগের দ্রুততম দুই গোলদাতা উলফ ক্রিস্টেন ও গিওভানি এলবারের রেকর্ড ভাঙেন। এদু’জন গোল করেছিলেন ম্যাচের ১১ সেকেন্ডে। আর এবার বেল্লারাবি তাদের রেকর্ড ভেঙে করলেন মাত্র ৯ সেকেন্ডে। এই ম্যাচে বেল্লারাবি শুধু দ্রুততম গোলের রেকর্ডই করেনি। ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে লিগের বড় অঘটনেরও জন্ম দিয়েছে লেভারকুজেন। লিগে এর আগে ডর্টমুন্ডের বিপক্ষে ৭ বারের মুখোমুখিতে মাত্র ১ বার জিতেছিল দলটি। এবার এই জয়ের সংখ্যাকে আরেকটি বাড়ালো তারা। সেই সাথে গত মৌসুমসহ লিগে এখন পর্যন্ত টানা ৬ ম্যাচে অপরাজিত লেভারকুজেন।

 

Comments (0)
Add Comment