নিউ ইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের অভিমত, মহাকাশে যুক্তরাষ্ট্রের প্রভাব আরো জোরালো হওয়া উচিত। কেননা, মহাকাশে মার্কিন উপস্থিতি যথেষ্ট নয়৷
তিনি বলেন, এই উদ্যোগ কেবল বাণিজ্যিক ক্ষেত্রেই নয় সার্বিকভাবে ইতিবাচক হবে।
এদিকে বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের এই ‘স্পেশাল ফোর্স’ মহাকাশ যুদ্ধের জন্যই প্রস্তুত করা হবে৷
মার্কিন স্পেস কমান্ড কার্যালয় থেকে এই মহাকাশ অভিযান নিয়ন্ত্রণ করা হবে বলে জানা গেছে।
প্রসঙ্গত, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সময়েও মহাকাশে যুক্তরাষ্ট্রের উপস্থিতির ওপরে গুরুত্ব আরোপ করা হয়েছিল। কিন্তু তা আর কার্যকর করা হয়নি।