নবজাতক চুরির দায় স্বীকার ঢামেক কর্তৃপক্ষের

স্টাফ রিপোর্টার:
অবশেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে নবজাতক চুরির দায় স্বীকার করলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, শিশু চুরির দায় অবশ্যই ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষেরই। তবে এখন থেকে যারা এখানে আসবেন সব কিছু নিজ দায়িত্বে রাখবেন এবং সতর্ক থাকবেন। গতকাল সোয়া ১২টায় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর ধরার চেষ্টা করছি। তবে আমরা তাদের যে ফুটেজ দেখিয়েছি সেটা গত ২০ আগস্টের। সেদিন ওই চোর নারী ও নবজাতকের নানি শিশুটিকে চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলেন। তিনি আরও বলেন, যেদিন নবজাতক চুরি হয়েছিল সেদিন সিসি ক্যামেরায় গোলযোগ ছিল। তবে কেন সিসি ক্যামেরায় গোলযোগ ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। মোস্তফিজুর রহমান বলেন, দু’দিন যাবত চোর নারী রোগীর আÍীয় পরিচয় দিয়ে ২১৩ নম্বর ওয়ার্ডের প্রবেশ করেন এবং তাদের সঙ্গে মিশে যান। ওই ওয়ার্ডে যারা দায়িত্বে ছিল তাদের সবাইকে পরিবর্তন করা হবে। তদন্ত কমিটির কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে শুনেছি। তবে প্রতিবেদন আমাদের হাতে এসে পৌঁছায় নি। অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিগত তিন বছর ধরে আমি ঢামেক হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি। এই শিশুটি নিয়ে আমার সময়ে মোট তিনটি শিশু চুরি হয়েছে। কিন্তু অনেক পত্রিকায় লেখা হয়েছে ৫/৬ টি নবজাতক চুরি হয়েছে। যা সত্য নয়। তিনি আরও বলেন, এখন থেকে গাইনি ওয়ার্ডে সিভিল টিম কাজ করবে। যাদের কাজ হবে কখন কার সন্তান হলো, তাদের সঙ্গে কে কে এলো, কোনো অপরিচিত ব্যক্তি ওয়ার্ডে এলো কি-না সেটা পর্যবেক্ষণ করা।

Comments (0)
Add Comment