আকরাম হোসেন ফকির, নরসিংদী:
গতকাল বৃহস্পতিবার নরসিংদী সদর হাজিপুরের বদরপুরে সিএনজি ও বাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয় দম্পতিসহ ছয় যাত্রী। তাদের সকলেই রায়পুরা উপজেলার অধিবাসী। আহত সিএনজি যাত্রীরা হলেন বিকান্দি গ্রামের মো: রাসেল (২৫), হাসনাবাদের রাজন মিয়া (২৪), দক্ষিণ মির্জানগরের দম্পতি মো: কামাল মিয়া (৩৮) ও জরিনা বেগম (৩৫), রাইসাবাদের মো: নুরুল ইসলাম (৬০) এবং সিএনজি ড্রাইভার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাগ গ্রামের মো: মোক্তার মিয়া। ঘটনাস্থল থেকে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় প্রথমে তাদেরকে ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। এর কিছুক্ষণ পরেই সদর থানার ওসি মো: কাশেম ঘটনাস্থল পরিদর্শন শেষে হাসপাতালে রোগীদের অবস্থা দেখতে যান। প্রাথমিক চিকিৎসা শেষে দম্পতি ও মো: নুরুল ইসলামকে একই হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে আশংকাজনিত কারণে ড্রাইভার কামাল মিয়া ও রাসেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সদর থানার এসআই মো: নাসির উদ্দিন জানান, আহত ছয়জনের মধ্যে দুইজনের অবস্থা খুবই আশংকাজনক। সিএনজি এবং বাস ঘটনাস্থলে আটক রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।