নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিএনপি ও জামায়াতের ৬শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেছে।
গত শুক্রবার বিকালে নাগেশ্বরী মহিলা ডিগ্রী কলেজে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ৮৫তম জন্ম দিনের অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এ.কে.এম মোস্তাফিজুর রহমানের হাতে ফুলের তোড়া দিয়ে যোগদান করেন তারা।
যোগদানের আগে কেক কেটে পার্টির চেয়ারম্যানের জন্মদিনের উৎসব উদযাপন করা হয়। জাতীয় পার্টির নাগেশ্বরী উপজেলা আহ্বায়ক আব্দুর রহমান মিয়ার সভাপতিত্বে জন্মদিনের আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে সংসদ সদস্য এ.কে.এম মোস্তাফিজুর রহমান বলেন, সারাদেশে জাতীয় পার্টির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তাই সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিসহ বিভিন্ন দল থেকে প্রতিনিয়ত অনেক নেতা-কর্মী জাতীয় পার্টিতে যোগদান করছে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব রেজাউল করিম রেজা, ভূরুঙ্গামারী উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুল আজিজ, সদস্য সচিব ওয়াহিদুজ্জামান, নাগেশ্বরী শাখার সদস্য সচিব প্রভাষক আ.ম.প আনিছুর রহমান আনিছ, নাগেশ্বরী কলেজের অধ্যক্ষ সাহেদুল ইসলাম, নাগেশ্বরী মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নাসিমুল ইসলাম মন্ডল, কালীগঞ্জ কলেজের অধ্যক্ষ হযরত আলী, রায়গঞ্জ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইয়াকুব আলী, কচাকাটা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জহুরুল হক, কেন্দ্রীয় জাতীয় যুব সংহতির সদস্য ইউপি চেয়ারম্যান আ.খ.ম ওয়াজিদুল কবির রাশেদ, পৌর জাতীয় পার্টির আহ্বায়ক আকরাম হোসেন, উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক শফিকুল ইসলাম মানিক, প্রত্যাবর্তন পার্টির সভাপতি মাহবুব জামান রঞ্জু, ইউপি চেয়ারম্যান নুর জামাল, আমজাদ হোসেন, মমিনুর রহমান, আবুল হাশেম সরকার, ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তারিফুর ইসলাম বুলু শিকদার, রঞ্জু কুমার সরকার, ডা. আমিনুল ইসলাম, এস.এম শাহ আলম, প্রধান শিক্ষক আবুল কাশেম প্রমুখ। পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।