নাচের শুটিংয়ে আহত ভারুন


বিনোদন ডেস্ক:
বলিউডের এই সুদর্শন হিরো সম্প্রতি ব্যস্ত আছেন আপকামিং সিনেমা ‘এবিসিডি টু’নিয়ে। নাচ কেন্দ্রিক এই সিনেমায় নিজেকে নিখুঁতভাবে তুলে ধরতে কোনরকম কমতি রাখছেন না এই নায়ক। ২০১৫ সালের ২৬ জুন মুক্তি পাবে রেমো ডিসৌজা পরিচালিত ‘এবিসিডি টু’। আর এই সিনেমার একটি সিক্যুয়েন্সের জন্য নাচের শুটিং করতে গিয়ে আহত হলেন ভারুন ধাওয়ান। জানা গিযেছে পিঠে মারাÍক চোট পেয়েছেন তিনি। চোটের তোয়াক্কা না করে শুধুমাত্র ইনজেকশন নিয়ে আবার সেটে ফিরে আসেন এই সুদর্শন হিরো। এরপর নাচের দৃশ্যের শুটিং শেষ করেন তিনি। কাজ শেষ হওয়ার পর নিজের বাড়িতে বিশ্রাম নেন। আশা করা যায় আগামী এক সপ্তাহের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ খ্যাত ভারুন ধাওয়ান। শুটিং সেটে ভারুনের আহত হওয়ার ঘটনা নতুন নয়। ডেবিউ মুভি ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-রের সেটেও চোট পেয়েছিললেন এই তারকা। এমন কি ২০১৪ সালের মাঝামাঝি ‘ম্যায় তেরা হিরো’-র সেটেও একই ঘটনা ঘটে ভারুনের সঙ্গে। ক্যারিয়ারের শুরু থেকেই দর্শক মহলে জনপ্রিয়তা অর্জন করেছেন ভারুন। চলতি বছরে তার ঝুললিতে এসেছে দুটি হিট সিনেমা। একদিকে এলিনা ও নার্গিসের সঙ্গে ‘ম্যায় তেরা হিরো’ ও অন্যদিকে বলিউড ডিভা আলিয়া ভাটের সঙ্গে ‘হামটি শর্মা কি দুলহানিয়া’? পরের বছর অর্থাৎ ২০১৫ সালে শ্রদ্ধা কাপুর, প্রভুদেবার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে ‘এবিসিডি’-র সিক্যুয়েলে ‘এবিসিডি টু’ সিনেমাতে।

Comments (0)
Add Comment