নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকায় পারিবারিক কলহের জের ধরে বাবুল মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী ও ছেলের বিরুদ্ধে। গত কাল সকালে পুলিশ বাবুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পুলিশ বাবুলের স্ত্রী রিনা বেগম (৩০), ছেলে শাওন (১৪) ও রিনার ভাবী পাখিকে আটক করেছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার রাতে প্রথমে মাথায় আঘাত ও পরে শ্বাসরোধ করে বাবুল মিয়াকে হত্যা করা হয়েছে। সকালে লাশ উদ্ধারের পর জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।