নাশকতাকারীরা সরকারি চাকরি পাবে না: আইজিপি

নাশকতাকারীরা যাতে সরকারি চাকরি না পায় তা নিশ্চিত করতে কড়া পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। বৃহস্পতিবার রাজধানীতে দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে আন্তঃদেশীয় অপরাধ নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, ‘যারা নাশকতা করে তারা অপরাধী, তারা যেন সরকারি চাকরি না পায় সে বিষয়ে কঠোরভাবে দেখা হবে।’

গতকাল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা লিপ্ত, যারা অগ্নিসন্ত্রাস ও জঙ্গিবাদী কার্যকলাপে লিপ্ত, তারা যেন একটা সুশৃঙ্খল বাহিনীতে আসতে না পারে, এটা দেখার দায়িত্ব পুলিশ বাহিনীর। সেই জামায়াত-শিবিরের লোক পুলিশ বাহিনীতে ঢোকার ব্যাপারে সচেতন হবে, এটাই আমি আশা করি।’

Comments (0)
Add Comment