ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি বিয়ে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের হামলায় দুই জন আহত হয়েছেন ।
গত বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের ফুলপুর গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ডাকাতরা বাড়ির লোকজন ও তাদের আত্মীয় স্বজনকে জিম্মি করে সাত ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, বেশ কয়েকটি মোবাইল সেটসহ অন্যান্য জিনিস নিয়ে গেছে। নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রফিজ মিয়া জানান, শুক্রবার ছিল ফুলপুর গ্রামের মৃত জিয়াউদ্দিন মিয়ার ছেলে খলিলের বিয়ের দিন। ডাকাতরা বৃহস্পতিবার গভীর রাতে হানা দিয়ে বিভিন্ন মালামাল নিয়ে যায়।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল কাদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয় নি।