নিউ ইয়র্কে ট্রেন-গাড়ি সংঘর্ষে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের একটি কম্যুটার ট্রেনের ধাক্কায় একটি গাড়ির চালকসহ অন্ততপক্ষে সাতজন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় নিউ ইয়র্কের নিকটবর্তী হোয়াইট প্লেনস টাউনে এই ঘটনায় আরো ১২ জন আহত হয়েছেন। ট্রেনটি জিপ চেরোকি মডেলের গাড়িটিকে আঘাত করার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় বলে জানিয়েছে এবিসি নিউজ। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে গাড়ির চালক ছাড়া নিহত বাকী ছয়জন ট্রেনের যাত্রী বলে জানানো হয়েছে। নিউ ইয়ের্কের মেট্রোপলিটন ট্রানজিট কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষে সৃষ্ট আগুন ট্রেনের সামনের বগিতে ছড়িয়ে পড়ে। নিউ ইয়র্ক শহর থেকে ট্রেনটি বের হওয়ার সময় দুর্ঘটনায় পড়ে। নিউ ইয়র্কের মেট্রো-নর্থ রেলরোড সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনার পর নর্থ হোয়াইট প্লেইনস ও প্লিজান্টভিল ট্রেন লাইনের একটি অংশ বন্ধ করে দেয়া হয়েছে। বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে একটি জ্বলন্ত গাড়ি ও ট্রেনের বগি থেকে ধোঁয়া বের হওয়ার ছবি দেখানো হয়েছে। ট্রেনটি থেকে যাত্রীদের সরিয়ে নেয়া হয়েছে বলে জানা গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনটিতে ৭৫০ জন যাত্রী ছিলেন।

 

Comments (0)
Add Comment