নিখোঁজের দু’দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

সিলেট প্রতিনিধি:
সিলেটের কোম্পানিগঞ্জ থেকে নিখোঁজের দু’দিন পর সিএনজি চালিত অটোরিকশা চালক জহিরুল ইসলামের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার চটিবহর ধলাবিল নামক এলাকায় পানি থেকে লাশটি উদ্ধার করা হয়। জহিরুল উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামের আব্দুল জব্বারের ছেলে। নিহতের ছোট ভাই জিয়াউল লাশ সনাক্ত করেন বলে জানিয়েছে কোম্পানিগঞ্জ থানা পুলিশ। কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা তাকে খুন করে মৃতদেহ পানিতে ফেলে দেয়। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ একজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে বলেও জানান ওসি। গত ৩১ আগস্ট রোববার সকালে সিএনজি চালিত অটোরিকশা নিয়ে বের হলেও রাতে আর বাড়ি ফেরেননি জহিরুল। এ ঘটনায় নিহতের ভাই সোমবার কোম্পানিগঞ্জ থানায় সাধারণ ডায়রি (নং- ১৩) করেন।

Comments (0)
Add Comment