স্পোর্টস ডেস্ক:
উইলফার্ড মুকোনদিওয়াকে সরিয়ে জিম্বাবুয়ে ক্রিকেটের নতুন ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পেয়েছেন সাবেক জিম্বাবুইয়ান অধিনায়ক অ্যালিস্টার ক্যাম্পবেল। এদিকে এমডির পদ হারানো মুকোনদিওয়াকে বোর্ডের অন্য কোন পদে স্থানান্তর করার কথা রয়েছে। ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ক্যাম্পবেলের কাজ হবে জাতীয় দলের উন্নয়ন এবং দলে নতুন প্রতিভার অন্তর্ভুক্ত ঘটানো। এর আগে, ক্যাম্পবেল ২০০৯ থেকে ২০১১ সালের অক্টোবর মাস পর্যন্ত জাতীয় দলের নির্বাচক প্যানেলের হয়ে কাজ করেছেন। উল্লেখ্য, ১৯৯২ থেকে ২০০৩ সাল পর্যন্ত ক্যাম্পবেল জিম্বাবুয়ের হয়ে ৬০টি টেস্ট এবং ১৮৮টি ওয়ানডে ম্যাচ খেলেছেন।