নীলফামারী সংবাদদাতাঃ বাংলাদেশ আয়ুর্বেদ ও ইউনানী চিকিৎসক কল্যাণ ফাউন্ডেশন, নীলফামারী জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রহমতিয়া আয়ুর্বেদ দাওয়াখানার ব্যবস্থাপনা পরিচালক কবিরাজ মো: শাহাদত হোসেেনর সভাপতিত্বে গত ৭ জুন সৈয়দপুর প্লাজাস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে বাদ আসর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক আলাপন সম্পাদক আলহাজ মো: আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আয়ুর্বেদ ও ইউনানী মেডিকেল ও সার্জারী বোর্ড সদস্য হাকীম মো: নজরুল ইসলাম, সৈয়দপুরস্থ সেমিসকো ইউনানী ল্যাবরেটরিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো: এজাজুল ইসলাম বাচ্চু, রংপুরের তৈয়বা খাতুন আয়ুর্বেদী ও ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল (প্রস্তাবিত) এর উদ্যোক্তা এবং জে এন্ড টি ল্যাবরেটরিজ এর ম্যানেজিং ডাইরেক্টর (এডমিন) হাকিম মো: রবিউল ইসলাম (রবি)। অনুষ্ঠান পরিচালনা করেন নিরাময় হার্বাল চিকিৎসা কেন্দ্র’র পরিচালক হাকীম মো: শফিকুল ইসলাম।