মাহবুব উল হাসান, সৈয়দপুর প্রতিনিধি:
নীলফামারী জেলার সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ২ দিন ব্যাপী উপজেলা ডিজিটাল মেলা অনুষ্ঠিত হচ্ছে। সোমবার ও মঙ্গলবার সৈয়দপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। রূপকল্প ২০২১ এর সফল বাস্তবায়নের অংশ হিসেবে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে জনগনের দোরগড়ায় দ্রুত ও সহজে সেবা পৌঁছে দেওয়া জনগনের জীবনমানের উন্নয়ন ও তরুন প্রজন্মের মধ্যে বিজ্ঞানের চেতনা ছাড়িয়ে দেওয়ার লক্ষ্যে আধুনিক প্রযুক্তির উদ্ভাবন ও সেবাসমূহ প্রদর্শনের উপযুক্ত মঞ্চ হচ্ছে ডিজিটাল মেলা। এই মেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রথম অধিবেশনের প্রধান অতিথি মহোদয় জনাব মোঃ জাকির হোসেন জেলা প্রশাসক নীলফামারী। বিশেষ অতিথি হিসেবে উভয় দিনে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাওয়াদুল হক চেয়ারম্যান উপজেলা পরিষদ সৈয়দপুর নীলফামারী। সমাপনী অনুষ্ঠানে ডিজিটাল কনটেন্ট প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরন করবেন সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোঃ শওকত চৌধুরী মাননীয় জাতীয় সংসদ সদস্য ১৫ নীলফামারী-৪। এই দুই দিনের অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব আবু সালেহ মোঃ মুসা জঙ্গী উপজেলা নির্বাহী অফিসার সৈয়দপুর নীলফামারী।