নেশার টাকা না দেওয়ায় মাকে উপুর্যুপরি কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে
এম.আর.মিলন (স্টাফ করেসপন্ডেন্ট চট্টগ্রাম )
রবিবার রাত দশটার সময় চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন ভেলুয়ারদীঘি এলাকায় মাদকাসক্ত ছেলে নেশা করার জন্য টাকা না পেয়ে মা রিনা বেগম (33 বছর) কে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে ওমর ফারুক (২২ বছর)।এলাকা বাসীর দাবি দীর্ঘ ৪ বছর ধরে মাদকে আসক্ত ছিলো ওমর ফারুক।প্রায় সময় নেশা করার টাকার জন্য তার মাকে মারধর করতো মাদকাসক্ত ছেলে।
পরে এলাকা বাসি মাদকাসক্ত ছেলে কে আটক করে পাহাড়তলী থানার নিকট হস্তান্তর করে।পরে পাহাড়তলী থানা পুলিশ মাদকাসক্ত ছেলেকে গ্রেফতার করে হাত কেটে যাওয়ায় প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানায় মুলতো নেশা করার জন্য তার মায়ের নিটক টাকা দাবি করে,টাকা না দেওয়ায় এক পর্যায়ে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে।পুলিশ জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
ডিসি(পশ্চিম),সিএমপি নিহাদ আদনান তাইয়ান জানান,আসামী ওমর ফারুক ইয়াবার টাকার জন্য তার মাকে কুপিয়ে হত্যা করে।আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।