জুয়েল রানা লিটন, ভ্রাম্যমান প্রতিনিধি, নোয়াখালী:
পুকুরে ডুবে সাবা ও মুনিয়া নামে দুই জমজ শিশুর মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার দুপুর ২টার দিকে স্থানীয় একটি পুকুর থেকে শিশু দু’টির মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত সাবা ও মুনিয়া (যাদের উভয়েরই বয়স ৪ বছর) সুধারাম থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মো. জাকারিয়ার মেয়ে বলে জানা গেছে। বাবা-মা’র সাথে ওই দুই শিশু থানার পাশে সরকারি কোয়ার্টারে থাকতো। থানা সূত্র জানায়, দুপুরের কোন এক সময় পুলিশ কনস্টেবল জাকারিয়ার দুই মেয়ে সাবা ও মুনিয়া তার পরিবারের লোকজনের অজান্তে থানার পাশ্ববর্তী পুকুরে খেলতে গিয়ে তার মধ্যে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে বেশ কিছুক্ষণ পর পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাদের মৃতদেহ পাওয়া যায়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।