নৌপথে সাবধানতা অবলম্বন, জরুরী বৈঠক

স্টাফ রিপোর্টার:
ঈদ এবং দুর্গা পূজাকে সামনে রেখে নৌপথের যাত্রী নিরাপত্তা নিশ্চিতের জন্য আন্তঃসংস্থা প্রস্তুতিসভা করেছে বিআইডব্লিউটিএ। গত ঈদে পিনাক-৬ এর দুর্ঘটনাকে বিবেচনায় নিয়ে এবার ঈদে কোনোভাবেই যেন ক্ষমতার অতিরিক্ত যাত্রী নৌযানগুলোতে পরিবহন করা না হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট সবার প্রতি কঠোর নির্দেশনা দেয়া হয় বিআইডব্লিউটিএর পক্ষ থেকে। এ সময় মালিক পক্ষ এ ব্যাপারে একমত হলেও গার্মেন্টসগুলো একই সময়ে ছুটি দেয়ার কারণে যাত্রীর চাপ সামাল দেয়া কঠিন হয়ে পড়ে বলে অভিযোগ করেন তারা। আর তাই যাতে বিভিন্ন এলাকার গার্মেন্টসগুলো একই সময়ে ছুটি না দিয়ে বিভিন্ন সময়ে তাদের কর্মচারিদের ছুটির ব্যাবস্থা করে সে ব্যপারে মালিক পক্ষকে অনুরোধ জানানো হয়েছে বলেও জানা যায়। এছাড়া একটি লঞ্চে কিছু যাত্রী অতিরিক্ত না নেয়া হলে ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ সামাল দেয়া সম্ভব হবে না বলেও মালিকদের কেউ কেউ মন্তব্য করেন। বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে জানানো হয়েছে, লঞ্চগুলো স্বাভাবিকের চেয়ে কতটুকু বাড়তি যাত্রী পরিবহন করতে পারবে তা তদারকি করার জন্য বিভিন্ন স্টেকহোল্ডারদের সমন্বয়ে একটি কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে। যারা লঞ্চঘাটগুলোতে ওই সময়টাতে সার্বক্ষণিক তত্ত্বাবধায়নে থাকবে।

Comments (0)
Add Comment