নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের আমবাড়ি গ্রামে খালের পানিতে ডুবে মরিয়ম (৩) নামে তিন বছরের শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। মরিয়ম আমবাড়ি গ্রামের মোফাজ্জেল হোসেনের মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, মরিয়ম খেলার ছলে বাড়ির পাশের খালে পড়ে যায়। পরে তার লাশ উদ্ধার করা হয়।