ফায়ারিং রেঞ্জে নয় বছরের বালিকার হাতে একটি স্বয়ংক্রিয় উজি সাবমেশিনগান তুলে দিয়ে তাকে গুলি করা শেখাচ্ছিলেন চার্লস ভাক্কা নামের ওই প্রশিক্ষক।
কিন্তু বিধি বাম! মেয়েটি গুলি শুরুর করার এক পর্যায়ে লাফিয়ে অস্ত্রের নল ঘুরে যায় ট্রেইনারের দিকে।
মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত ট্রেইনারকে সঙ্গে সঙ্গে লাসভেগাসের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৩৯ বছর বয়সী ট্রেইনার ভাক্কা।
শ্যুটিং রেঞ্জে ওই ঘটনার সময় উপস্থিত ছিলেন মেয়েটির বাবা-মা’ও। তারা এ সময় মেয়ের বন্দুকের হাতেখড়ির মুহূর্তের ভিডিও ধারণ করছিলেন।