পঞ্চগড়ে আইনি লড়াইয়ে মা হারা নাতনীকে ফিরে পেলেন নানী

পঞ্চগড়: আড়াই বছরের শিশু মোসাম্মৎ রাখিকা। জন্মের একমাস পরেই তার মা ফারজানা আক্তার সুইটি মারা যান। তখন থেকেই বাবা এহসান হাবীব সুমনের কাছে ছিলো সে। নানী নুরনেহার নাতনীকে তার কাছে রাখতে চাইলে দিতে অস্বীকৃতি জানান বাবা এহসান হাবীব। পরে আইনি লড়াই করে নাতনীকে নিজের দায়িত্বে নিলেন নুর নেহার।

মঙ্গলবার (২৪আগষ্ট) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার মানিকপীর এলাকার বাবা আহসান হাবীব সুমনের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে আদালতে উপস্থাপন করে বোদা থানা পুলিশ।

বুধবার রাতে বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী শিশু রাখিকাকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানান, রাখিকার নানীর বাড়ি ময়মনসিংহের ফুলপুর থানার নিয়ামতপুর এলাকায়। গত ২৪ জুন বিজ্ঞ আদালত ময়মনসিংহ-২ বরাবরে নাতনী উদ্ধারের জন্য ফৌজদারী কার্যবিধি ১০০ ধারা মোতাবেক আবেদন করেন। সেই প্রেক্ষিতে পুলিশ শিশুটিকে উদ্ধার করে পঞ্চগড়ের আদালত উপস্থাপন করে।

বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, আদালতের নির্দেশে যথাযথ পুলিশ এস্কটের মাধ্যমে প্রবেশন অফিসারের সহায়তায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ময়মনসিংহ-২ বরাবর শিশুটিকে পাঠানো হবে।

আসাদুজ্জামান আপেল/বিডিপি

Comments (0)
Add Comment