তেঁতলিয়া প্রতিনিধি:
পঞ্চগড়ের করতোয়া নদী হতে অজ্ঞাত এক মহিলার (২৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর, দেবনগড় ইউনিয়নের মাঝ দিয়ে প্রবাহিত জেলার দির্ঘতম নদী করতোয়া নদীর ভজনপুর বাজার সংলঘœ ঘাট হতে অজ্ঞাত মহিলার মৃত দেহটি উদ্ধার করে পুলিশ।
মৃতদেহটি করতোয়া নদীতে ভেসে যেতে দেখে পুলিশকে খবর দিলে সন্ধ্যা ৬টার সময় পুলিশ এসে অজ্ঞাত লাশটি উদ্ধার করে। এ সময় ভজনপুর, দেবনগড় ইউনিয়নের হাজার হাজার মানুষ মৃত দেহটি ভেসে যেতে দেখে ভজনপুর জড়া সেতু ও নদীর দু-ধারে ভিড় জমান। জানা যায়, অজ্ঞাত মহিলাটির পরনে খয়রী রঙ্গের পেডিগোড, কমলা রঙ্গের ব্লাউজ, হাতে স্বর্ণালী/লাল রঙ্গের ক্যামিকেল চুড়ি ও আংটি ছিল।
তেঁতুলিয়া থানা অফিসার ইনচার্জ এম আসাদুজ্জামান মৃত দেহটি উদ্ধারের বিষয় নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্চে মৃতদেহটি সীমান্তের ওপার ভারত হতে ভেসে এসেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।