পঞ্চগড়ে মৌমাছির কামড়ে শিশুসহ ৬জন অসুস্থ


ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়: পঞ্চগড়ে মৌমাছির কামড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে শিশুসহ ৬জন।
আহতরা হলেন, আটোয়ারী উপজেলার মির্জাপুর ছোট ধাপ এলাকার হামিদুলে ছেলে লাইজু (২৮), পঞ্চগড়ের ধাক্কামারা এলাকার আলীর স্ত্রী মেহেরুন (৩৫), মেহেরুনের ২৫মাসের ছেলে আলিফ, ঝোলাই মাগুরা এলাকার তসির উদ্দীনের ছেলে দবিরুল (৩০), আটোয়ারী উপজেলার নোমান আলীর ছেলে রকি (২০), দড় দরিয়া পাড়া এলাকার সফিজ উদ্দীনের ছেলে সৌরফ (২৮)।
বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ের রজলী খালপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।
জানা যায়, ইজিবাইক করে পঞ্চগড় থেকে আটোয়ারী যাওয়ার পথে রজলী খালপাড়ায় হঠাৎ মৌমাছির আক্রমণের শিকার হয় তারা। পরে পঞ্চগড় ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। পঞ্চগড় সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আফিফা জিন্নাত আফি জানান, মৌমাছির কামড়ে শিশুসহ অসুস্থ ৬জনকে বর্তমানে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
পঞ্চগড় ফায়ার সার্ভিসের ফায়ারম্যান কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Comments (0)
Add Comment