নিজস্ব প্রতিনিধি : পরকীয়া প্রেমের জের ধরে সাভারে কোরবান আলী নামে (৪০) এক প্রবাসীকে কুপিয়ে খ করা হয়েছে।
জানা যায়, নিহতের স্ত্রী কোহিনূর ও তার প্রেমিক ইউনূস আলী আজ বুধবার সকালে এ ঘটনা ঘটিয়েছে। নিহত কোরবান আলী রাজাশন এলাকার মিটন গ্রামের নুকু উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, কুয়েত প্রবাসী কোরবান আলীর স্ত্রী কোহিনূরের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল একই এলাকার ইউনূস নামের এক ব্যক্তির। স্ত্রীর পরকীয়া সম্পর্কের কথা কোরবান আলী জেনে যাওয়ায় সকালে কৌশলে ইউনূস তাকে নিজের ঘরে ডেকে নেন। পরে কোহিনূরের সহায়তায় ধারালো অস্ত্র দিয়ে তাকে (কোরবান আলী) কুপিয়ে হত্যা করে পালিয়ে যান ইউনূস।
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি কামরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কোরবান আলীর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী কোহিনূরকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় সাভার থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।