তার পরিচালিত প্রতিটি ছবিই বক্স অফিসে ঝড় তুলেছে। কিন্তু এমন একজন পরিচালক বা প্রযোজক যখন স্বামী তখন কিন্তু প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। স্বামী প্রযোজক-নির্মাতা আদিত্য চোপড়ার ছবিতে অভিনয় করতে রাজি নন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। কিন্তু কেন? রানী মনে করেন, একজন পরিচালক হলেন অভিভাবকের মতো। তিনি সব ধরনের দিকনির্দেশনা দিয়ে থাকেন। এ ছাড়া কাজের সুবিধার্তে অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে রাগারাগি করারও ক্ষমতা রাখেন। তাই এসব বিষয় এড়াতেই পরিচালক আদিত্যের মুখোমুখি হতে চান না তিনি। এ প্রসঙ্গে ৩৬ বছর বয়সী রানী মুখার্জি বলেন, ‘আমি তাকে (আদিত্য চোপড়া) বলেছি যে, আমার ছবির পরিচালনা যেন না করেন। কারণ আমার মনে হয় না, আমি তার দিকনির্দেশনা শতভাগ মেনে নিতে পারব।’ সূত্রটি আরো জানিয়েছে, ২৫ বছরের ক্যারিয়ারে আদিত্য চোপড়া মাত্র তিনটি ছবি পরিচালনা করেছেন। এগুলো হলো- ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ (১৯৯৫), ‘মুহাব্বাতেন’ (২০০০) এবং ‘রাব নে বানা দি জোড়ি’ (২০০৮)। তার পরিচালিত প্রতিটি ছবিই বক্স অফিসে ঝড় তুলেছে। অচিরেই তিনি আরো কয়েকটি ছবি নির্মাণ করতে যাচ্ছেন। এদিকে, বর্তমানে রানী তার মুক্তিপ্রতীক্ষিত ‘মরদানি’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ভারতে অপহৃত কন্যাশিশুদের নির্মম কাহিনী নিয়ে এ ছবির পটভূমি গড়ে উঠেছে। ছবিটি ২২ আগস্ট মুক্তি পাবে।