পরিবর্তন আসছে মূল্যস্ফীতি ও মজুরির ভিত্তি বছরে

স্টাফ রিপোর্টার:
মূল্যস্ফীতি ও মজুরি সূচক নির্ধারণের জন্য ভিত্তি বছরের পরিবর্তন করার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। গতকাল নগরীর আগারগাঁও বিবিএস কার্যালয়ে ডেভলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজিএফবি) সাংবাদিকদের সঙ্গে তিনব্যাপী কর্মশালার প্রথম দিনে এই ইঙ্গিত দেওয়া হয়। কর্মশালায় জানানো হয়, বর্তমানে ২০০৫-০৬ ভিত্তি বছর ধরে মূল্যসূচক নির্ধারণ করা হয় এবং মাস ভিত্তিক রিপোর্ট দেওয়া হয়। অপরদিকে মজুরি হার সূচক (ডাব্লিউআরআই) রিপোর্ট দেওয়া হয় ২০১০-১১ ভিত্তি বছর ধরে। মূল্যস্ফীতি ও মজুরি হার সূচকের মধ্যে তুলনামূলক চিত্র তুলে ধরার জন্যই মূল্যস্ফীতির ক্ষেত্রে ২০১০-১১ বছরকে ভিত্তি বছর করার কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে বলে কর্মশালায় জানানো হয়। বিবিএস পরিচালক (ন্যাশনাল অ্যাকাউন্টিং উইং) আবুল কালাম আজাদ জানান, “মূল্যসূচক ও মজুরি সূচক নির্ণয়ের জন্য ভিত্তি বছরের পরিবর্তন করা হবে। যাতে করে দুটি সূচকের তুলনামূলক চিত্র তুলে ধরা হয়।” মূল্যস্ফীতি, জিডিপি ও বিবিএস’র সার্বিক চিত্র সঠিকভাবে তুলে ধরার বিষয়ে ডিজিএফবি সাংবাদিকদের আহ্বান জানানো হয়। এছাড়া কর্মশালায় আরো জানানো হয় ১৯৬৯-৭০ ভিত্তি বছরে বিভাগ ছিল চারটি এবং পেশার সংখ্যা ছিল চারটি। কিন্তু নতুন ভিত্ত্বি বছরে ৭টি বিভাগ ও পেশার সংখ্যা দাঁড়াবে ৪৪টি। একইভাবে ৬৪টি জেলার নগর ও শহরের ৪২২টি খাদ্য ও খাদ্য বর্হিভূত পণ্য থেকে সিপিআই নির্ণয় করা হবে। সামনের দিনে সাংবাদিকতার বিকাশে কিভাবে সিপিআই, জিডিপি ও অর্থনীতির সার্বিক চিত্র উপস্থাপনা করা যায় সেই বিষয়ে ডিজিএফবি’র সকল সাংবাদিকদের প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালায় অংশ নিয়ে ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি সুলতান মাহমুদ খান বাদল বলেন, এই উদ্যোগ নেওয়ার জন্য ডিজিএফবি ও বিবিএসকে ধন্যবাদ জানায়। আমাদের অনেকের হয়তো সিপিআই ও জিডিপি বিষয়ে ভাষা ভাষা জ্ঞান আছে কিন্তু কর্মশালার মাধ্যমে তা পরিস্কার হবে। এতে করে সাংবাদিকতার আরো বিকাশ ঘটবে। ফলে দেশের মানুষ সঠিক তথ্য পাবে এবং বিবিএস’র কাযর্ক্রম বিষয়ে অবগত হবে। এ সময় আরো উপোস্থিত ছিলেন- বিবিএস’র যুগ্ম-পরিচালক জিয়াউদ্দিন আহমদ, উপ-পরিচালক তোফায়েল আহমদ ও ডিজিএফবি’র সভাপতি হুমায়ন কবির প্রমুখ।

Comments (0)
Add Comment