পলাশে ব্যস্ততার মধ্যে প্রতিমা শিল্পীরা

পলাশ প্রতিনিধি, নরসিংদী:
আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি হিসেবে নরসিংদীর পলাশ উপজেলার পূজামণ্ডপগুলোতে চলছে প্রতিমা তৈরির কাজ। আর কিছুদিন পরই হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। সময় যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রতিমা শিল্পীদের ব্যস্ততা। মঙ্গলবার পলাশ উপজেলার পূজামণ্ডপগুলো ঘুরে দেখা যায়, শিল্পীরা প্রতিমা তৈরিতে অনেকটা ব্যস্ত সময় কাটাচ্ছে। তৈরি হচ্ছে দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক ও গণেশের মূর্তি। আর এগুলো দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করে তুলতে দিন-রাত তুলির আঁচড়ে ব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পীরা। উপজেলার পূজা উদ্যাপন কমিটির সভাপতি দ্বিনেশ চন্দ্র দাস জানান, এবার পলাশের ৩৩টি পূজামণ্ডপে পূজা উদ্যাপন হবে। একজন শিল্পী একই সঙ্গে একাধিক প্রতিমা তৈরি করে থাকে। তাই সময়মত প্রতিমা প্রস্তুত করার জন্য এখন থেকে প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে।

Comments (0)
Add Comment