পল্লীতে ‘বাপজানের বায়স্কোপ’

বিনোদন ডেস্ক:
টানা শুটিংয়ের মধ্য দিয়ে শেষ হলো বাপজানের বায়স্কোপ চলচ্চিত্রের দৃশ্য ধারণ পর্ব। পদ্মার লাঙ্গলমোড়া চরে শুরু হয়ে চলতি মাসের প্রথম দুই দিন শেষ খুঁটি পড়েছিল দৌলতদিয়ার পতিতা পল্লীতে। বিষয়টি জানিয়েছেন পরিচালক রিয়াজুল রিজু। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দীর্ঘ চার মাস পেরিয়ে চূড়ান্ত প্যাকআপ হলো বাপজানের বায়স্কোপ। শুরু হয়ে গেছে এডিট প্যানেলের জমজমাট কর্মব্যস্ততা। গানের কাজ শেষ হয়েছে আগেই। শ্র“তিমধুর মাটির গানগুলো মানুষকে টানবে।’ তিনি আরো বলেন, ‘চলচ্চিত্রটিতে পানাই বিবি চরিত্রটির যৌনকর্মী হওয়ায় দৃশ্যধারণে এই আয়োজন করা হয়েছে। চলচ্চিত্রের অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করা শহীদুজ্জামান সেলিমের সঙ্গে পানাই বিবির প্রেম, বিয়ে ও অন্যান্য দৃশ্য ধারণ করা হয় পতিতা পল্লীতে। তবে চলচ্চিত্রের তুরুপের তাস মাসুদ মহিউদ্দিন। তা ছাড়া জ্বলজ্বল আলো জ্বালিয়েছেন শতাব্দী ওয়াদুদ, যেন দীর্ঘদিনের বায়স্কোপওয়ালা।’ এ চলচ্চিত্রের মধ্য দিয়ে জুটিবদ্ধ হয়েছেন শহিদুজ্জামান সেলিম ও ভিট-চ্যানেল আই টপ মডেল সানজিদা তন্ময়। এছাড়া আরও রয়েছেন তারেক বাবু, হাফিসা মৌটুসী, বৈদ্যনাথ, আমিরুল ইসলাম, রাশেদা রাখি, আহমেদ হিমু, ডলার, নাহিন, তুলি, মামুন খান প্রমুখ। ‘বাপজানের বায়স্কোপ’ চলচ্চিত্রের কাহিনী ও সংলাপ লিখেছেন মাসুম রেজা। চিত্রগ্রহণে মেহেদী রনি।

Comments (0)
Add Comment