পহেলা মার্চ পবিপ্রবিতে যাচ্ছেন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

পটুয়াখালী সংবাদদাতা: বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করতে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ১লা মার্চ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আসছেন। গতকাল সোমবার (২৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য পাওয়া যায়।
প্রতিনিধি দলটিতে রয়েছেন সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থ বিষয়ক উপদেষ্টা মো. মশিউর রহমান, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে নির্মিত জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্য, শিক্ষকদের জন্য নির্মিত নতুন ভবন, গ্রন্থাগারের বর্ধিতাংশসহ নানা উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করবেন তারা। অতিথিদের আগমন উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

Comments (0)
Add Comment