পাদ্রী কিংবা ধার্মিক ছাড়াই বিয়ে করার ইচ্ছা গাগার


বিনোদন ডেস্ক:
লেডি গাগার বিয়ের সানাই বাজলো বলে। আগামী বছরের শুরুতেই প্রেমিক টেলর কিনিকে বিয়ে করে থিতু হতে চান তিনি। তবে পৃথিবীতে কোনো গির্জায় নয়, মহাকাশে নক্ষত্রপুঞ্জকে সাক্ষী রেখে বিয়ে করার ইচ্ছা আছে তার। ব্রিটিশ ধনকুবের স্যার রিচার্ড ব্রানসনের নভোযান ভার্জিন গ্যালাকটিকে পাদ্রী কিংবা ধার্মিক কোনো ব্যক্তির উপস্থিতি ছাড়াই গাগার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে। কন্টাক্টমিউজিক ডটকম এ তখ্য দিয়েছে। ভার্জিন গ্যালাকটিক নভোযানে চড়তে প্রত্যেকেকে গুনতে হবে আড়াই লাখ মার্কিন ডলার। গাগা ও টেলর দু’জনই রীতিনীতিকে থোড়াই কেয়ার করেন। তারা শুধু একে অপরের প্রতি দীর্ঘস্থায়ী অঙ্গীকারে আবদ্ধ হতে চান। বিয়ের আগে ২০১৫ সালে মহাশুন্যে গান গাওয়ার পরিকল্পনা রয়েছে গাগার। জানা গেছে, মহাশূন্যের বায়ুমণ্ডলে নিজেকে মানিয়ে নিতে কনসার্টের আগে এক মাস গাওয়ার প্রশিক্ষণ নেবেন ২৮ বছর বয়সী মার্কিন এই গায়িকা। পৃথিবীর সঙ্গীতশিল্পীদের মধ্যে গাগাকেই প্রথম মহাশূন্যে গাইতে দেখা যাবে।

Comments (0)
Add Comment