পাবনা জেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সহ-সম্পাদক অসিত কুমার ভদ্রকে (৪৮) শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সকাল ১০টার দিকে জেলার চাটমোহর উপজেলার শরৎগঞ্জ কাঠগড়া এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহত অসিতের বাড়ি পাবনা শহরের শালগাড়ী মহল্লায়। পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেল থেকে অসিতের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর গতকাল সকালে শরৎগঞ্জ কাঠগড়া এলাকায় তার মৃতদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অসিতের গলা ও মুখসহ শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব শত্র“তার জের ধরে রোববার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা অসিতকে শ্বাসরোধে হত্যা করে মৃতদেহ এখানে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।