পিটিআই সভাপতি মাকদুম জাভেদের পার্লামেন্ট থেকে পতত্যাগ

Pakistan_Parliament_bg_520319316পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সভাপতি মাকদুম জাভেদ দেশটির পার্লামেন্ট (ন্যাশনাল অ্যাসেম্বলি) সদস্যপদ থেকে পতত্যাগ করেছেন।

গত মঙ্গরবার দেশটির জাতীয় সংসদের যৌথ অধিবেশনে বক্তৃতাদানকালে তিনি বলেন, আগামী অ্যাসেম্বলি অধিবেশনে আমি যোগদান করবো কি-না সে বিষয়ে আমি নিশ্চিত নয়। আমি দলের চাপে নয় নিজের সিদ্ধান্তেই এ পদ থেকে পদত্যাগ করছি।

বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, নওয়াজ শরীফ গত ৩১ বছর দেশ শাসন করেছে কিন্তু তিনি সাধারণ মানুষের সমস্যাগুলো সমাধান করেননি। আমি পাকিস্তান মুসলিম লীগের পূর্বের অবিচার সম্পর্কে বলছি না। আমি বলছি নওয়াজ শরীফের গত ১৪ মাসের শাসনের কথা।

তিনি আরও বলেন, ইমরান খান তাকে সবচেয়ে সম্মান করতেন। কিন্তু তিনি বিভিন্ন সময় প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করে ইমরান খানের সমালোচনা করেন। ইমরান খান কয়েকবার সংবিধান ভঙ্গ না করার অঙ্গিকার করেছিলেন।

জাভেদ হাশমি বলেন, আমার ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে এ পদ থেকে পদত্যাগ করা উচিত এবং দেশের এ সংকট সমাধানে উদ্যোগী হওয়া উচিত।

তিনি আরও বলেন, সংসদীয় পদ্ধতি দুর্বল করে রাখা অর্থ হচ্ছে সাধারণ মানুষের সমাধান না করা।

উল্লেখ্য, সরকারের বিরোধীতা করে গত মাসেই পিটিআই’র ৩৪ সদস্য ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে পদত্যাগ করেছেন।

Comments (0)
Add Comment